রবিবার (২৩ জুলাই) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার মধ্য দিয়ে পাবলিক সার্ভিস দিবস পালিত হয়, এর আগে উপজেলা পরিষদ কার্যালয় হতে সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম।
বাঘাইছড়ি প্রেসক্লাবের সদস্য মাহমুদুল হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, কাচালং সরকারি কলেজ অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতেয়াক আহমেদ উপস্থিত ছিলেন।
জাতীয় সার্ভিস দিবসের তাৎপর্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান, উপজেলায় দায়িত্বর কর্মকর্তাদের মধ্যে বক্তব্যে রাখেন সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, মৎস কর্মকর্তা নব আলো চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আতাউর রহমান, শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, রিসোর্স সেন্টার ইনস্ট্রাক্টর মোঃ উসমান গণি, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা রিটেন দেওয়ান, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রাজ্জাক, পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি সুপায়ন চাকমা, উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা প্রণয় খীসা, কৃষি কর্মকর্তার প্রতিনিধি দীজেন্দ্রলাল নাথ, সমবায় কর্মকর্তা আব্দুর রহমান প্রমুখ ।
বিশেষ অতিথিরা বক্তারা বলেন, সুশাসন নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের স্বচ্ছতা, জবাবদিহিতা থাকতে হবে এবং জনগণের আরোও কাছাকাছি গিয়ে সেবা পৌঁছে দিতে হবে।
দপ্তর প্রধানরা বক্তব্যে স্ব স্ব অধিদপ্তরের কার্যক্রম ও দায়িত্ব পালন নিয়ে আলোচনা করে জনগনের সহযোগীতা কামনা করেন, তারা বলেন উপজেলার সকল অফিসারগণ বাঘাইছড়ি উপজেলার সর্বস্তরের জনগণের জন্য সর্বদা নিয়োজিত।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার সভাপতির বক্তবে বলেন, দেশের বৃহত্তর উপজেলা বাঘাইছড়িতে সরকারি সেবা (পাবলিক সার্ভিস) নিশ্চিত করার জন্য সকল প্রশাসনিক কর্মকর্তাগণ নিয়োজিত তাই যার যে সমস্যা সরাসরি কার্যালয়ে এসে আলোচনা করার আহবান জানান, দেশের প্রতি ভালোবাসা রেখে সকলকে আরো দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস