রাজধানীর ডেমরা থানাধীন ষ্টাফ কোয়াটার মার্কেটের সামনে মোঃ আব্দুল্লাহ আল মামুন (৩৮) নামে এক ব্যবসায়ী অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন।
শনিবার (২২ জুলাই)বেলা আড়াইটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
অজ্ঞান পার্টির কবলে পড়া ব্যবসায়ীর পিতা
মোঃ আব্দুল হক জানান, আমার ছেলে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় হাজী হোসেন প্লাজা মার্কেটে কাপড়ের ব্যবসায়ী।
আজ আজ দুপুরের দিকে তার দোকান থেকে নগদ এক লক্ষ টাকা নিয়ে নিউমার্কেটে কাপড় কেনার উদ্দেশ্যে বের হয় সে। পথে গরমে পিপাসা লাগায় সে একটি ডাব খায়। এরপর বাসে উঠে নিউমার্কেট যাওয়ার জন্য।
প্রতারক চক্ররা কৌশলে ডাবের ভেতর নেশা জাতীয় কোন কিছু ভড়ে তাকে খাইয়েছিল।
পরে আমরা সংবাদ পাই অচেতন অবস্থায় স্টাফ কোয়াটার বাস স্ট্যান্ডের ফুটপাতে পড়ে আছে সে। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। জরুরী বিভাগে তার পাকস্থলী ওয়াস দিয়ে মেডিসিন বিভাগের ৭০১ নং ওয়ার্ডে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, আমরা পরিবার নিয়ে
ডেমরার সানারপাড় লন্ডন মার্কেট এলাকায় ভাড়া থাকি। প্রতারক চক্ররা আমার ছেলের কাছে থাকা নগদ এক লক্ষ টাকা ও মোবাইল সেটটি কৌশলে নিয়ে যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া জানান, ডেমরা এলাকা থেকে অজ্ঞান পার্টির কবলে পড়া এক ব্যবসায়ীকে আমাদের ঢাকা মেডিকেলে আনা হলে তার পাকস্থলী ওয়াস দিয়ে মেডিসিন বিভাগের ভর্তি দেয়া হয়। তার পরিবারের স্বজনদের দাবি প্রতারক চক্ররা ওই ব্যবসায়ীর কাছ থেকে নগদ এক লক্ষ টাকা ও মোবাইল ফোনটি কৌশলে নিয়ে গেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত