রাজধানীর সূত্রাপুরে আফছানা আক্তার (১৭)
নামে এক কলেজ শিক্ষার্থী খুন হয়েছে। সে
শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ছিল।
শনিবার (২২ জুলাই) দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি দুপুরে ঘটলেও আমরা বিকাল পাঁচটার দিকে সংবাদ পাই। প্রাথমিক তদন্তে আমরা জানতে পারি,আফছানা আক্তার আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সূত্রাপুরের সিংটোলায় উদয়ন কলেজের ছাত্র সৈকতের ভাড়া বাসায় আসে। তারা পূর্ব পরিচিত এবং তাদের মধ্যে সম্পর্ক ছিল ।সেখানে সম্পর্ক নিয়ে মনোমালিন্যের জেরে আফছানাকে শ্বাসরোধে হত্যা করা হয়।
তিনি আরও জানান , আফছানা আক্তারকে খুন করার অভিযোগে রাজধানীর উদয়ন কলেজের উচ্চমাধ্যমিকে পড়ুয়া সৈকত নামে এক কলেজছাত্রকে আটক করেছে সূত্রাপুর থানার পুলিশ। আফছানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আফছানা বাবা-মায়ের সঙ্গে কলতাবাজারে বসবাস করত। আর আফছানা খুনে জড়িত সন্দেহে আটক কলেজশিক্ষার্থী বাবা-মায়ের সঙ্গে সিংটোলার ভাড়া বাসায় বসবাস করত। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরে জানানো হবে।