‘ছেলে এবং ছেলের বউ একটি ব্যাগে কাপড় চোপড় ভরে দেয়। এরপর ছেলে ওই ব্যাগসহ একটি গাড়িতে উঠিয়ে দিয়ে বলেছে, চোখ যেখানে যায়, সেখানে চলে যাও। আর আসবা না। আমি মোবাইল নাম্বার চেয়েছি। কিন্তু দেয়নি। গাড়িওয়ালা আমাকে এখানে নামিয়ে দিয়েছে। আমার বাড়ি ঢাকায়। আমি বাড়িতে আমার ছেলের কাছে ফিরতে চাই।’ বৃদ্ধা মা শাকিলা বেগম এভাবেই বলছিলেন কথা গুলো।
একমাত্র ছেলে ও তার স্ত্রী বাড়ি থেকে বের করে দিয়েছেন বৃদ্ধা শাকিলা বেগমকে। শুধু তাই নয়, কাপড়চোপড়সহ বাসে উঠিয়ে মাকে পাঠিয়ে দিয়েছেন অজানা গন্তব্যে। বৃদ্ধা মায়ের ঠাঁই হয়েছে নিজ বাড়ি ঢাকা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে হিলির রাস্তার পাশে। নিজের এবং সন্তানের নাম বলতে পারলেও, বলতে পারছেন না নিজের পুরো ঠিকানা।
প্রায় ৮০ বছর বয়সী এই বৃদ্ধা গত এক সপ্তাহ ধরে রাতযাপন করছে হিলির একটি সড়কের পাশে। তিনি নিজের নাম বলছেন, শাকিলা এবং একমাত্র সন্তানের নাম জামিল। দীর্ঘদিন আগে স্বামী মারা যাওয়ার পর থেকে সন্তানের সঙ্গেই থাকতেন তিনি। তবে সেই সন্তানই তাকে বের করে দিলেন বাড়ি থেকে!
হিলি চারমাথা মোড়ের সিএনজিচালিত অটোরিকশা চালক ইব্রাহীম শেখ বলেন, ‘মায়ের বয়সের এই নারী বেশ কয়েকদিন থেকে এখানে অবস্থান করছে। আমরা কিছু দিলে খায়, না দিলে না খেয়েই থাকে। কোনো কথা বার্তা কিছু বলে না। তার সন্তানের কঠোর শাস্তি হওয়া দরকার।’
হিলির স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম সুইট বলেন, ‘এই বৃদ্ধা গত ৬-৭ দিন ধরে আমার বাড়ির বারান্দায় অবস্থান করছেন। তিনি তার বাড়ির ঠিকানা বলতে পারেন না। শুধু বলেন, তার ছেলে তাকে বের করে দিয়েছেন। আমি মাঝেমধ্যে খাবার কিনে দিচ্ছি। সেটা খেয়ে এখানেই ঘুমাচ্ছেন।’
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস