খাগড়াছড়ির রামগড় পৌরসভার সুজামিয়ার চর স্থান থেকে ভারতীয় মদ ও গাঁজা জব্দ করেছে রামগড় ৪৩ বিজিবি।
বৃহস্প্রতিবার রাত ১১টা ৩৫ মিনিটে রামগড় ৪৩ বিজিবির আওতায় বাগানবাজার বিওপিতে কর্মরত নায়েক সুবেদার মোঃজাহানুর ইসলামের নেতৃত্বে একটি টহলদল ভারতীয় মদ ও গাঁজা জব্দ করে। গোপন সংবাদের ভিত্তিতে সুজামিয়াচর স্থানে অভিযান চালায় রামগড় ৪৩ বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। মালিকবিহীন ৩০বোতল মদ ও ২কেজি গাঁজা জব্দ করা হয়, যার বাজার মুল্য ৫২০০০ টাকা। জব্দকৃত মালামাল পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত