ঝিনাইদহ জেলা কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন এলাকায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোছাঃ শরিফুন্নেছা মিকি।
(২১ শে জুলাই) শুক্রবার বিকাল বেলা কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়ন পরিষদের বৃহত্তর তালসার গ্রামের বাজারে বিভিন্ন পর্যায়ের মানুষদের সাথে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও জননেত্রীর মার্কা মেহনতী মানুষের মার্কা,উন্নয়নের মার্কা,অবহেলিত জনগোষ্ঠীর মার্কা,নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের প্রতি আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন বলুহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আযম বিশ্বাস, পৌর যুবলীগ সভাপতি মোঃ বুলবুল আহমেদ, তালসার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মহিউদ্দিন লস্কর ইউনিয়ন যুবলীগ নেতা প্রভাষক মোঃ মোহাম্মদ আলী পাঠান, ইউনিয়ন যুবলীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক মোঃ আলী হামজা বাদল কুশনা ইউনিয়ন এর ৩নং ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম ,মোঃ মোতালেব হোসেন সহ যুবলীগ ছাত্র লীগ স্বেচ্ছাসেবক লীগ,শ্রমীক লীগ নেতা কর্মী গন।