নাটোরের লালপুরে মোজাফফর মন্ডলের খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) সকাল ১১ টায় লালপুর উপজেলার নবীনগর গ্রামে লালপুর-ঈশ্বরদী মহাসড়কে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, নিহত মোজাফফরের ছেলে নিজাম মন্ডল ও মেয়ে ময়মা বেগম। নিহত মোজাফফরের ছেলে নিজাম মন্ডল বলেন, গত ১০ জুন দীপু আলীর সাথে তার প্রতিবেশীর কথা কাটাকাটি চলছিল।
এ সময় আমার বাবা মোজাফফর দুই পক্ষকে থামাতে গেলে দিপু ও পলাশ আমার বাবার উপর ইট দিয়ে অতর্কিত আক্রমণ করে। এবং সেই আঘাতে আমার বাবা মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন । পরে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসলে রবিবার সকাল ১০ টার দিকে তিনি মারা যায়। আমার বাবা একজন অতি নিরীহ প্রকৃতির লোক ছিলেন। তিনি কোন ঝামেলা গন্ডগোল পছন্দ করতেন না। আর আমার বাবাকেই হত্যা করা হয়েছে। আমি আমার বাবার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানাচ্ছি।
মানববন্ধনে নিহত মোজাফফর মন্ডলের পরিবারের সদস্যরা সহ এলাকাবাসী অংশগ্রহণ করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত