ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহনাফ (৮)নামে এক ফুটফুটে শিশুর মৃত্যু হয়েছে।আমার ছেলে কথা কয় না কেন? কিছুতেই আমাকে ছেড়ে যেতে পারে না ছেলেকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করছিলেন আর এ কথা বলছিলেন ডেঙ্গুতে মৃত শিশু আহনাফের মা রুপা আক্তার ।
বৃহস্পতিবার (২০জুলাই) বিকেল সোয়া চারটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক শিশুকে মৃত ঘোষণার পর আহনাফের মায়ের আহাজারি কিছুতেই থামানো যাচ্ছিল না। বারবার শিশুকে জড়িয়ে ধরে বলছিল,"একটু আগেও তো আমার আহনাফ কথা বলেছে, এখন কেন কথা বলেনা, বাবা তুই কথা বল, তুই কোথায় গেলি আমারে না কইয়া, ও ডাক্তার আমার ছেলের একটু কথা বলায়া দেন, এই বলে সে কান্নায় ভেঙে পড়ছিল বারবার।
শিশু আহনাফের মা রূপা বলেন, চারদিন আগে আমার ছেলের জ্বর হলে তার ডেঙ্গু পরীক্ষা করাই । তার ডেঙ্গু পজিটিভ হলে তাকে চান্দিঘাটের একটি শিশু হাসপাতলে ভর্তি করাই। সেখানে তার অবস্থার অবনতি হলে আজ বিকেলের দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এরপর যা হল তা সবই তো আপনারা দেখলেন ।আমি আর কি বলব।বাবারে তুই আমারে একলা রাইখা যাইসনা। আমারও অনেক স্বপ্ন ছিল তাকে কোরআনে হাফেজ বানাবো। তাই তাকে মাদ্রাসায় হেপজ খানায় ভর্তি করাই ছিলাম। কিন্তু আমার সব স্বপ্নই শেষ হইয়া গেল। অহন আমারে মা বইলা কে ডাকবো। এই বলে বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি।
প্রতিবেশী নাসির বলেন, এত সুন্দর একটি ছেলে সামান্য ডেঙ্গুতে মারা যাবে বিষয়টির ভাবতেই অবাক লাগে। এটি আসলে কোনভাবেই মেনে নেওয়া যায় না। তাদের বাসা লালবাগ থানার খাজেদেওয়ান ফার্স্ট লেনে ।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ডেঙ্গু আক্রান্ত এক শিশুকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে হয়েছে।
এমআর/
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত