মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সকল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে শিক্ষকেরা অফিসে অবস্থান করছে। ফলে শ্রেণীকক্ষে পাঠদান ব্যাহত হওয়ায় শিক্ষার্থীরা ব্যাগভর্তি বই নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছে।
উপজেলার সকল ৮টি বেসরকারি (এমপিওভুক্ত)মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে প্রধান ও সহকারী শিক্ষকেরা অফিসে অবস্থান করায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে ব্যাগভর্তি বই নিয়ে বাড়ি ফিরে যেতে দেখা গেছে। উপজেলা শিক্ষক ঐক্য পরিষদের আহবায়ক ও বড়ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সকালে বড়ডলু উচ্চ বিদ্যালয় ও তিনটহরী উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের শ্রেণীকক্ষে তালা ঝুলছে। শিক্ষকেরা অফিসে বসে দাবা খেলা ও খোশগল্পে সময় পার করছেন। উপজেলার এমপিওভুক্ত অন্যান্য স্কুলেও তালা ঝুলার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট প্রধান শিক্ষক।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত