খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৫ নং বাবুছড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীর ভরাডুবি হয়েছে। এর আগে উপজেলার তিন ইউপিতে নৌকার প্রার্থীর ভরাডুবি ও একটিতে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছে। সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।
দীঘিনালার ৫ নং বাবুছড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী গগণ বিকাশ চাকমা (চশমা প্রতিকে) ৩২৩৭ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দীপুলাক্ষ চাকমা (আনারস প্রতিকে) পেয়েছেন ২৯৪৯ ভোট, ঢোল প্রতিকে ১৩৬৯ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছেন বর্তমান চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা, অটোরিক্সা প্রতিকে ১০৬৮ ভোট পেয়ে চতুর্থ স্থানে আছেন অলকেশ চাকমা, ঘোড়া প্রতিকে ১০৫২ ভোট পেয়ে পঞ্চম স্থানে আছেন নিউটন চাকমা, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকে ১৯৭ ভোট পেয়ে ষষ্ঠ স্থানে আছেন অনুপম চাকমা।
ভোট গননা শেষে উপজেলা অডিটোরিয়ামে রাত আটটায় নির্বাচন সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ সাহেনসা লতিফুল খায়ের এসব ফলাফল নিশ্চিত করেন।
১৭ জুলাই (সোমবার) প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যেদিয়ে সকাল আটটা হতে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হওয়া বাবুছড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে এ ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আরাফাতুল আলম যায়যায়দিনকে বলেন, ভোট চলাকালীন সময়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী কঠোর ছিলো। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত