সরকারি প্রতিষ্ঠান অথচ থানার আশপাশে যেন চলছে জীবননাশী এডিস চাষের প্রকল্প! এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশের দুই সদস্য। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা; অথচ টনক নড়ছে না কারোরই। দেশজুড়ে এডিসের ভয়াবহ প্রাদুর্ভাবের মধ্যে এমন উদাসীনতার চিত্র খুঁজে পাওয়া গেল খোদ রাজধানীর শাহবাগ থানায়।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বে-নজির আহমেদের মতে, সরকারি কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে এমন অসহযোগিতা কিছুতেই কাম্য নয়। অন্যদিকে, কোনো থানার বিরুদ্ধে এমন দায়িত্ব অবহেলার প্রমাণ মিললে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের।
সরেজমিন প্রতিবেদনে উঠে এসেছে রাজধানীর শাহবাগ থানার আশপাশে এডিসের লার্ভার অবাধ বিচরণের চিত্র। যেখানে-সেখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা জব্দ গাড়িগুলোতে জমে থাকা পানিতে যেন গড়ে ওঠেছে এডিস চাষের প্রকল্প! ভাঙাচোরা গাড়ির অনেকটাই উন্মুক্ত সেখানে। সামান্য বৃষ্টিতেই একেকটি পরিণত হচ্ছে এক বা একাধিক জলাধারে। আর তাতেই একটু ভালো করে পরখ করলে ধরা পড়বে এডিসের লার্ভা। এ যেন নিজেদের মৃত্যুকূপ নিজেরাই তৈরি করে রেখেছেন!
পাখির চোখে একটু ওপর থেকে দেখলে পুরো এলাকা মনে হতে পারে সিনেমার দৃশ্য। অথবা যুদ্ধবিধ্বস্ত বহুদিনের পরিত্যক্ত কোনো নগরী। দিনের পর দিন বছরের পর বছর এ ডাম্পিং স্টেশনেই তৈরি হচ্ছে কোটি কোটি মশা। এ কি তবে মশা তৈরির কারখানা? নাকি থানার জব্দ করা মালখানা!
এবার এক নজরে দেখে নেয়া যাক থানার ভবনের পেছনের অবস্থা! আবর্জনা কম থাকলেও ছোট ছোট পাত্রে জমা পানিতে অভাব নেই এডিসের লার্ভার। শুধুই কি তাই? ছবি নিতে গিয়ে পড়তে হয় উড়ন্ত এডিসের রোষানলে। সর্বত্রই মশার ছড়াছড়ি; অথচ নির্বিকার থানা কর্তৃপক্ষ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদকে থানার আশপাশের মশার ভিডিও চিত্রের ফুটেজ দেখানো হলেও এ বিষয়ে কোনো কথা বলতে চাননি তিনি।
ডেঙ্গু আক্রান্ত হয়ে এরই মধ্যে মারা গেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের দুই সদস্য। এরা হলেন: হাজারিবাগ থানার কনস্টেবল রাসেল শিকদার (২২ জুন) ও গেণ্ডারিয়া থানার কনস্টেবল আয়শা আক্তার (২৩ জুন)। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা।
ডিএমপির মিডিয়া কর্মকর্তা উপ-পুলিশ কমিশনার ওমর ফারুক বলেন, বিভিন্ন থানা পরিদর্শন করা হবে। যদি দেখা যায়, সেখানে এডিসের লার্ভা উৎপাদনের পরিবেশ বিরাজমান, অথবা সেখানে অপরিছন্নতা আছে, তাহলে কর্তব্যরতদের জিজ্ঞাসার আওতায় আনা হবে।
ডা. বে-নজির আহমেদ বলেন, সরকার যখন কোনো কিছুর প্রচারণা চালায়, কোনো কিছু বাস্তবায়ন করে, তখন কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলোর উচিত আগে সেই কাজটি বাস্তবায়ন করা। তারা উদাহরণ সৃষ্টি করলে, তা দেখে সাধারণ মানুষ স্বপ্রণোদিত হয়ে কাজ করবে।
উল্লেখ্য, পুলিশের দুই সদস্যের মৃত্যুর পর প্রতিটি থানায় বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।
পার্বত্যকন্ঠ নিউজে/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত