পেশায় দিনমজুর বাবার কামড়ে ৯ দিন বয়সী এক নবজাতকের মৃত্যু হয়েছে। রোববার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় বাবা আবু হানিফকে আটক করে পুলিশে সোপর্দ করেছে প্রতিবেশীরা।
এর আগে শনিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর সদর থানার শিমুলতলী এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহত নবজাতকের নাম রিয়াদ।
নিহত শিশুটির মা রহিমা খাতুন জানান, শনিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তার স্বামী আবু হানিফ মাথায় যন্ত্রণা হচ্ছে বলে জানান। এরপর তিনি তাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমানোর জন্য বলেন। ওষুধ খেয়ে পাশের রুমে গিয়ে শুয়ে পড়েন হানিফ। রহিমা সন্তানের পাশে বসে ছিলেন। কিছুক্ষণ পর পাশের রুমে গিয়ে দেখেন হানিফ খাট থেকে ফ্লোরে পড়ে আছে। তার হাত পা শক্ত হয়ে গেছে, মুখ দিয়ে লালা ঝড়ছে। তখন তিনি হানিফের মাথায় পানি ঢালেন। সঙ্গে সঙ্গে হানিফ লাফ দিয়ে দাঁড়িয়ে বলতে থাকে ‘আমার ছেলে কই?’
তখন তাকে ছেলে ঘুমাচ্ছে জানানোর পরপরই হানিফ দৌড়ে পাশের রুমে গিয়ে ঘুমন্ত ছেলে মুখের উপর পড়ে শিশুটিকে কামড়ে ধরে। তখন তাকে সেখান থেকে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হন রহিমা। রহিমার চিৎকারে আশপাশের বাড়ির ভাড়াটিয়ারা এসে হানিফকে ছাড়ানোর চেষ্টা করেন। প্রায় ৯-১০ মিনিট পর রহিমা হানিফের মুখে আঙুল দিয়ে সন্তানকে ছাড়ান। তখন রহিমার আঙুলও কেটে যায়।
হানিফকে সরানোর পর দেখেন কামড়ে শিশুটির গাল, নাক ঠোঁট ও চোয়ালের মাংশ আলাদা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে শিশুটিকে সদর হাসপাতালে নিয়ে যান। তবে সেখানকার চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন।
ঘটনার দিনই বেলা ১১টার দিকে শিশুটিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। শনিবার রাতেই অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে শিশুটি মারা যায়।
রহিমা খাতুন আরও জানান, গতবছরের ৭ই ডিসেম্বর লিভারের সমস্যা নিয়ে মাত্র ৯ দিন বয়সে মারা যায় তাদের প্রথম ছেলে সন্তান আব্দুল্লাহ বিন হাজবি। রিয়াদের জন্মের ৯ দিন পার হলে এই সন্তানের ফারা কেটে যাবে, এমন ভাবনা ছিল মায়ের মনে। সে জন্য রিয়াদকে সবসময় নিজেদের কাছে কাছে রাখতেন বাবা-মা। কখনো কারও কাছে দিতেন না। বাবা হানিফও খুব আদর করতো তাকে। হানিফ নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়তো। তবে হঠাৎ কেনো এমন ঘটনা ঘটালো তা কিছুতেই বুঝতে পারছেন না তিনি।
শিশুটির স্বজনরা জানান, ঘটনা ঘটনোর পর হানিফ বলছেন, ‘আমার বাচ্চা কই? আমিতো আমার বাচ্চা মারি নাই।’
গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল ইসলাম জানান, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার রেশ ধরে শিশুটির বাবা শিশুটিকে কামড় দেয় বলে জানতে পেরেছি। এতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল শিশুটি মারা গেছে। ঘটনার পর অভিযুক্ত বাবাকে আটক করা হয়েছে।
এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস