মো. মহাসিন মিয়া, দীঘিনালা (খাগড়াছড়ি)
আগামীকাল দীঘিনালা উপজেলার ৫ নং বাবুছড়া ইউপির সাধারণ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী বিফিং করেছে পুলিশ।
১৬ জুলাই দুপুরে দীঘিনালা থানার আয়োজনে আইনশৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী বিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহমুদা বেগম।
এ সময় তিনি বলেন, বাবুছড়া ইউপি নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুর্গম ও ঝুকিপূর্ণ কেন্দ্রের বাড়তি নিরাপত্তার জন্য মোতায়ন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম।
কেহ যদি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন বা ভোটকেন্দ্রে সহিংসতা ঘটানোর চেষ্টা করে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ারি দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (রামগড় সার্কেল) মো. নাজিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (খাগড়াছড়ি সার্কেল) তফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ (দীঘিনালা থানা) মুহাম্মদ আলী ও ডিআইও ওয়ান আনোয়ার হোসেন সহ জেলার বিভিন্ন থানা থেকে আগত অফিসার ফোর্স।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত