ঢাকা মেডিকেল হাসপাতালের বহির্বিভাগে রোগীর স্বজনদের বিশ্রামের ছাতার উপর থেকে পরিত্যক্ত দুইটি চামড়ার ব্যাগে ৬৪০ গ্রাম গাঁজা উদ্ধার করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ( পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া।
রবিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে আটটার দিকে এই ঘটনাটি ঘটে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া জানান, প্রতিদিনের মতো আমি মাগরিবের নামাজ পড়ার পর সাধারণ টহলে বহির্বিভাগে যাই। সেখানে আমাদের হাসপাতালের পরিচালক মহোদয় রোগীর স্বজনদের বিশ্রামের জন্য কয়েকটি ছাতা এবং বেঞ্চ দিয়েছে। সেই বেঞ্চের ছাতার উপরে হঠাৎ আমার চোখ পড়ে। সেখানে চকলেট কালারের দুইটি চামড়ার ব্যাগ দেখতে পাই। পরে ব্যাগ দুইটি কাছে এনে দেখি তার ভিতরে ছোট ছোট পলিথিনে গাঁজা রাখা আছে। পরে ব্যাগ দুইটি আমাদের পুলিশ ক্যাম্পে নিয়ে আসি। পরে উপস্থিত সাংবাদিকদের সামনে ব্যাগ দুটি থেকে ছোট ছোট পলিথিন প্যাকে মোড়ানো ৫১ টি প্যাকেটে গাজা গুলি রাখা ছিল। যার ওজন ৬৪০ গ্রাম।
তিনি আরও জানান,বিষয়টি সঙ্গে সঙ্গে শাহবাগ থানাকে অবহিত করি এবং কন্ট্রোল রুম কে জানাই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ভবিষ্যতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত