রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে লাব্বাইক যাত্রীবাহী বাসের ধাক্কায় পারভিন সুলতানা আইরিন(৫৮) নামে মোটরসাইকেল আরোহী সুপ্রিম কোর্টের এক নারী আইনজীবী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন তার ভাতিজা আইনজীবীর সহকারী সাখাওয়াত হোসেন হিমেল (৪১)।
রোববার (১৬ জুলাই) বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে আনা হলে বেলা পৌনে ১টায় পারভিন সুলতানাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
হাসপাতালে আহত হিমেল জানান, তারা সূত্রাপুর মোহনি মোহন দাস লেনে নিজেদের বাড়িতে থাকেন। নিজেদের জমি সংক্রান্ত একটি মামলার জন্য সকালে তারা ফুপু-ভাতিজা দুজন মোটরসাইকেল করে নারায়ণগঞ্জ জজ কোর্টে যান। কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথে যাত্রাবাড়ী হানিফ ফ্লইওভারের ওঠার কিছুটা অদূরে পিছন থেকে একটি বাস তাদেরকে ধাক্কা দেয়। এতে তারা দুজনই ছিটকে পড়েন।
বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক(এসআই) প্রশান্ত বালা। তিনি জানান, এ ঘটনায় লাব্বাইক পরিবহনের ঘাতক বাস ও এর চালককে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানান, ময়না তদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।নিহত পারভিন সুলতানা অবিবাহিতা। তার বাবার নাম মৃত আবুল হোসেন।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত