মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:
আজ বেলা বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের বাগান গেটের সামনে ডাক্তার মোনা ও ডাক্তার শাহাজাদী নিঃশর্ত মুক্তির দাবিতে অজিএসবি এবং বাংলাদেশের সকল সোসাইটির চিকিৎসক বৃন্দদের মানব মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে চিকিৎসকরা। সারাদেশের চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে চলে তাদের এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। ঢাকা মেডিকেলের সকল বিভাগের চিকিৎসকরা এই মানববন্ধনে অংশ নেন।
গাইনি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ শিখা গাঙ্গুলী বলেন, আমাদের এই প্রতিবাদ সমাবেশ চালাতে গিয়ে কোন রোগীর চিকিৎসায় যাতে ব্যাঘাত না ঘটে সেদিকে শতভাগ মনোযোগ দিয়েই আমরা এক ঘন্টার জন্য এই কর্মসূচি নিয়েছি। আর এজন্য বাংলাদেশের সকল চিকিৎসালয়ের চিকিৎসকেরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে এই প্রতিবাদ সমাবেশ করবে।
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ আহমেদ হোসেন চৌধুরী জানান, আমরা একজন রোগীকে সুস্থ করার জন্যই এ পেশায় নিজেকে নিয়োজিত করেছি। আমরা যদি প্রথমেই সিদ্ধান্ত নেই এ রোগীটি বাঁচবে না তাহলে তো তার চিকিৎসাই হবে না। আমরা চেষ্টা করি একটি রোগীকে সুস্থ করে তুলতে। এক্ষেত্রে কোন কোন রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে আবার কেউ মারাও যায়। এজন্য যদি প্রথমেই আমাদেরকে দায়ী করা হয় তাহলে আমরা চিকিৎসা সেবা দিব কি করে। এ বিষয়টি লক্ষ্য রেখেই আজকে আমাদের এই প্রতিবাদ সমাবেশ। আমাদের ঢাকা মেডিকেলে প্রায় দুই হাজার চিকিৎসা রয়েছে। কোন রোগের চিকিৎসা সেবায় ব্যাঘাত না ঘটিয়ে আজকে আমরা এখানে ১০০ জন চিকিৎসক নিয়ে এক ঘন্টার জন্য এর প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিচ্ছি। এক ঘন্টার প্রতিবাদ কর্মসূচি শেষে আমরা আবার নিজে নিজে কর্ম ক্ষেত্রে যোগদান করব।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত