মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:
রাজধানীর পল্টন এলাকায় শাকিব হাসান (২২) নামে অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন এক যুবক। এ সময় প্রতারক চক্ররা তার কাছে থাকা দুটি মোবাইল এবং নগদ ২২ হাজার টাকা নিয়ে যায় বলে জানা গেছে।
রবিবার (১৬ জুলাই) সকাল আটটার দিকে পল্টনের পলওয়েল সুপারমার্কেটের সামনে এই ঘটনাটি ঘটে। পরে পল্টন থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রতারক চক্রের কবলে পড়া ব্যক্তির চাচাতো ভাই জাকারিয়া জানান, শাকিবের কুয়েতে যাবার কথা ছিল। তাই ময়মনসিংহ থেকে আজ সকালে মেডিকেল চেকআপ করার জন্য ঢাকায় আসেন তিনি। পরে পুলিশ আমাদেরকে জানায় পল্টন পলওয়েল সুপারমার্কেটের সামনে অচেতন অবস্থায় পড়েছিল সে। পল্টন থানা থেকে সংবাদ পেয়ে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।প্রতারক চক্ররা কৌশলে তাকে নেশা জাতীয় কিছু খাইয়ে দেয় এবং তার চোখে মলম লাগিয়ে দিলে সে অচেতন হয়ে পড়ে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মেডিসিন ভবনের ৭০১ নং ওয়ার্ডে ভর্তি দেন।
তিনি আরও জানান,এ সময় তার সঙ্গে থাকা দুইটি মোবাইল সেট এবং নগদ ২২ হাজার টাকা নিয়ে প্রতারক চক্ররা পালিয়ে যায়। ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার কালী বাজাইন গ্রামের তাজ উদ্দিন আহমেদ এর ছেলে সে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ( পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে ঘটনা নিশ্চিত করেন। তিনি জানান, অচেতন অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেলে আনা হলে মেডিসিন বিভাগের ৭০১ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সে সম্পূর্ণ সুস্থ হলে জানাজাবে প্রতারক চক্রের কবলে পড়ে কি কি হারিয়েছেন তিনি।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস