প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ৭:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১, ২০২১, ৫:৫৬ এ.এম
রিছাং ঝর্নার পানিতে ডুবে ২ পর্যটকের মৃত্যু
পার্বত্য জেলা খাগড়াছড়ির জনপ্রিয় বিনোদন কেন্দ্র রিছাং ঝর্নার পানিতে ডুবে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন- খাগড়াছড়ি জেলা সদরের রুখোই চৌধুরী পাড়ার প্রীতম নাথ(২৩) এবং লক্ষীপুরের বাসিন্দা অপু চন্দ্র দাশ(২৪)। প্রীতম খাগড়াছড়ি জেলা শহরের পানখাইয়া পাড়া এলাকার মৃত দুলাল নাথের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকালে দুই বন্ধু মোটরসাইকেলে করে ঝর্নায় ঘুরতে আসেন। এক পর্যায়ে তারা পাহাড় বেয়ে ঝর্নার উপরের অংশে উঠার চেষ্টা করেন। এসময় পা পিছলে দুইজনই নিচে পড়ে পানির গভিরে চলে যান। শরীরের বিভিন্ন অংশে আঘাত পাপ্ত হওয়ার পাশাপাশি সাঁতার না জানায় দুইজনেই পানিতে ডুবে মৃত্যু বরণ করেন।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত