পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান ও দরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী।
রোববার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট
কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি উপকার ভোগীদের হাতে মানবিক সহায়তা তুলে দেন।
মানবিক সহায়তার অংশ হিসেবে গৃহ নির্মানের জন্য ১৫ বান্ডিল ঢেউটিন, হুইল চেয়ার ও সোলার প্যানেল বিতরণ করা হয়। হতদরিদ্র অসুস্থ মানুষের উন্নত চিকিৎসার জন্য ৮০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। এসময় খেলাধুলার চর্চা অব্যাহত রাখার লক্ষ্যে মুসলিম পাড়া যুব সংঘকে এক লক্ষ ত্রিশ হাজার টাকার মুল্যের ক্রিকেট সামগ্রী প্রদান করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি।
মানবিক সহায়তা বিতরণ শেষে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি বলেন, পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী অপারেশন উত্তরণে দায়িত্ব পালনের পাশাপাশি পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সময়ে মানবিক সহায়তা দিয়ে আসছে। দুর্গম পাহাড়ে বসবাসরত দরিদ্র মানুষের কল্যাণে সেনাবাহিনীর এ প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় মাটিরাঙ্গা জোনের উপঅধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন, পিএসসি ছাড়াও অন্যান্য সেনাকর্মকর্তা গন উপস্থিত ছিলেন।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত