• শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই দীঘিনালাতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন সম্পন্ন গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সকলকে সবধরনের বিভেদ ভুলে এলাকার উন্নয়ণ ও রাষ্ট্রগঠনে ভূমিকা রাখারও আহবান জানান- ব্রিগেডিয়ার জেনারেল মেহেদী হাসান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন” বুদ্ধিজীবি দিবসে ভিন্নধর্মী আয়োজনে মহালছড়ি সরকারি কলেজ ছাত্রদল বাঘাইছড়িতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ মাগুরায় রাতের আঁধারে সড়কের গাছ কেটে নেয়ার অভিযোগ উঠছে চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্থলীতে যথাযোগ্য মর্যদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ও আলোচনা সভা বান্দরবান পুলিশ লাইন্স স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা  

দীপংকর তালুকদারকে মন্ত্রী পদে দেখতে চায় ছাত্রলীগ নেতা জাকির

মোঃ হাবীব আজম, রাঙামাটি  / ৩৪১ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১৬ জুলাই, ২০২৩

বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি সদর উপজেলা শাখার সাপছড়ি ইউনিয়নের নবনির্বাচিত ছাত্রলীগের সভাপতি জাকির হোসাইন দীপংকর তালুকদার এমপি মহোদয় কে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে মন্ত্রী পদে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

শুক্রবার ১৪ জুলাই বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি সদর উপজেলা শাখার সাপছড়ি ইউনিয়নের ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব বক্তব্যে এই কথা বলেন ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি জাকির হোসাইন। জাকির তার বক্তব্যে বলেন পার্বত্য অঞ্চলের রাজনীতি আর সমতল অঞ্চলের রাজনীতি এক নয়। এখানে অবৈধ অস্ত্রধারীরা নির্বাচনের সময় আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। যার ফলে নির্বাচনে আমাদের অনেক নেতাকর্মীরা নির্বাচনের সময় সন্যাসীর মতো ঘর ছেড়ে বাহিরে থাকতে হয়। সেই সব অবৈধ অস্ত্রধারীদের উদ্যেশ্য করে এই ছাত্রনেতা বলেন অস্ত্র দেখিয়ে এই বাংলার তথা পার্বত্য চট্টগ্রামের মানুষদের দমিয়ে রাখতে পারবেন না। আমার বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি সদর উপজেলাধীন ৩নং সাপছড়ি ইউনিয়ন ছাত্রলীগ জননেতা দীপংকর তালুকদার এমপি ও হাজী মুছা মাতব্বের নেতৃত্বে ঐক্যবদ্ধ।

এসময় এই নেতা আরো বলেন, আগামী সংসদ নির্বাচনে আমরা যেমন করে হউক আমাদের নেতা দীপংকর তালুকদার কে পুনরায় আবারও জয়যুক্ত করে বঙ্গবন্ধুর তনয়া দেশরত্ন শেখ হাসিনাকে ২৯৯ নং আসন উপহার দিবো। এবং বঙ্গবন্ধুর তনয়া দেশরত্ন শেখ হাসিনার কাছে একটি আবদার করে যাচ্ছি আমাদের পার্বত্য অঞ্চলের রাজপুত্র পাহাড়ী-বাঙালির ঐক্যের প্রতীক জননেতা দীপংকর তালুকদার এমপি মহোদয় কে যেন বঙ্গবন্ধুর তনয়া দেশরত্ন শেখ হাসিনা আগামী নির্বাচনে মন্ত্রীত্ব প্রদান করেন। তিনি বলেন দীপংকর তালুকদার পার্বত্য জেলা রাঙামাটিতে অনেক উন্নয়ন করেছে যা বিগত বছরে অন্য কেউ করতে পারেনি। দীপংকর তালুকদারের নেতৃত্বে এই পার্বত্য অঞ্চল অনেক দূর এগিয়ে পাবে। তাই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান করেন এই তরুণ ছাত্রনেতা।

এই সময় ছাত্রনেতা জাকির আরো বলেন, ২০১৫ সালের রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে ছাত্ররাজনীতিতে পা রাখলেও ২০১৮ সালে শেষের দিকে সাপছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি পদ পাই। পরবর্তীতে বছর যেতেই ভারপ্রাপ্ত সভাপতি পদ পেয়ে দীর্ঘ অনেক বছর দলের জন্য কাজ করে গিয়েছি। সর্বশেষ ২০২৩ সালের ১৪ জুলাই পুনরায় সভাপতি পদে নির্বাচিত হই তরুণ ছাত্রনেতা হিসেবে। পুনরায় আমাকে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নির্বাচিত করায় জননেতা দীপংকর তালুকদার ও হাজী মুছা মাতব্বর এবং সদর উপজেলা ছাত্রলীগ এবং ৩নং সাপছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, এই তরুন ও মেধাবী ছাত্রনেতা ২০১৮ সাল থেকেও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতি তে যুক্ত থেকে বলিষ্টভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছে।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ