রাজধানী ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ তালিকাভুক্ত এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তার কাছ থেকে ১৪ হাজার ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (১৫ জুলাই) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। আটক মাদক ব্যাবসায়ী সুজন মোল্যা (৩০) ফরিদপুর জেলার বাসিন্দা।
লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান সাংবাদিকদের কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (১৪ জুলাই) রাতে সাভার উপজেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ হাজার ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত এই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটক ব্যক্তি পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।আটককৃত মাদক ব্যাবসায়ীকে আটকের পর আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত