চা বিক্রেতার ছদ্মবেশে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে একটি ইয়াবা সিন্ডিকেটের মূলহোতাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের ৪১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
ডিএনসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইয়াবার চালানটি টেকনাফ থেকে ঠাকুরগাঁওয়ে পাঠানো হচ্ছিলো। গ্রেপ্তারকৃতরা হলেন, সাধন তনচংগ্যা (২৫), ফাতেমা(৩৫), মোছাঃ মমিনা বেগম, মোঃ ইয়াকুব আলী (৪০) ও মোঃ নাঈম (২৪)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরবঙ্গের ঠাকুরগাঁও অঞ্চলের কয়েকটি মাদক ও ইয়াবা ব্যবসায়ীদের মাদকের চালান ঢাকায় আটক করার পর এই সিন্ডিকেটটি ডিএনসির অভিযানের বিষয়ে সর্তকতা অবলম্বন করে আসছিলো। মাদক বা ইয়াবা লেনদেনের আগে মাদক ব্যবসায়ীদের ৪ থেকে ৫ জনের একটি দল আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা পর্যবেক্ষন করে এবং তাদের ক্লিয়ারেন্সের ভিত্তিতে একটি নির্দিষ্ট স্থানে মাদকের লেনদেন সম্পন্ন করে। ডিএনসির কাছে তথ্য আসে যে গাবতলী এলাকায় এ চক্রের বিপুল পরিমাণ ইয়াবার একটি চালানের লেনদেন হবে।
গত বৃহস্পতিবার সকাল ১১টায় ডিএনসির কর্মকর্তারা চা বিক্রেতার ছদ্মবেশে গাবতলীতে অবস্থান নেয়। এ সময় রাঙ্গামাটি হয়ে উত্তরবঙ্গের মাদক চোরাকারবারীর অন্যতম সদস্য তনচংগ্যাকে মহিলাদের ব্যবহৃত পেটিকোটের ভিতরে বিশেষভাবে তৈরি পকেটে ১১ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর সাধন জানায়, টেকনাফ হতে ইয়াবা সংগ্রহ করে রাঙ্গামাটি হয়ে বাসে করে গাবতলীতে এসে ঠাকুরগাঁও অঞ্চলের মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করে আসছিলো সে।
এদিকে, একই দিন রাজধানীর সদরঘাট এলাকায় টেকনাফ থেকে চাঁদপুর হয়ে লঞ্চে আসা ইয়াবার আরেকটি চালান আটক করা হয় বলে জানিয়েছে ডিএনসি। একইভাবে রংপুরের উদ্দেশ্যে পাঠানো আরেকটি ইয়াবার চালান আটক করা হয়েছে বলে নিশ্চিত করে ডিএনসি।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত