উপজেলার নাম শান্তিগঞ্জ। কিন্তু সেখানেই নেই শান্তি। কয়েক দিন পরপরই ঘটছে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ। সম্প্রতি কাঁঠাল নিলামে তোলা নিয়ে সংঘর্ষে নিহত হন ৪ জন। এ ছাড়া ২০ জন হন আহত। এ ঘটনার রেষ কাটতে না কাটতেই শান্তিগঞ্জে আবার তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ হলো।
ছাগলের গায়ে কাদা দেওয়াকে কেন্দ্র করে সুনামগঞ্জের শান্তিগঞ্জে এবার দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৫ জন। শুক্রবার (১৪ জুলাই) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াটুম্বুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ঘোড়াটুম্বুরের আব্দুস সাত্তারের একটি ছাগল প্রতিবেশী আমিনুর রহমানের বাড়ির আঙ্গিনায় যায়। এ সময় গাছের পাতা খাওয়ার কারণে ছাগলটির গায়ে কাদা মেখে দেয় আমিনুরের বাড়ির এক শিশু।
স্থানীয় বাসিন্দারা জানান, ছাগলের গায়ে কাদা মাখার বিষয়টি জানাজানি হলে আব্দুস সাত্তার ও আমিনুর রহমানের লোকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে শান্তিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের ঘটনার ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, ছাগলের গায়ে কাদা দেওয়ার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত