ডেঙ্গু জ্বর একটি মশাবাহিত ভাইরাল সংক্রমণ। এডিস মশার কামড়ে মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে থাকে। এই রোগে কেউ তখনই আক্রান্ত হন, যখন মশা সংক্রমিত কোনো ব্যক্তিকে কামড়ে তারপর ভাইরাস বহন করার সময় একজন অ-সংক্রমিত ব্যক্তিকে কামড় দেয়।
গবেষণা অনুযায়ী, কিছু কিছু মানুষের চামড়ায় এমন কিছু উপাদান থাকে যা মশাকে আকৃষ্ট করে। ফলে তাদের প্রতি বেশি আকৃষ্ট হয় মশা।
আপনি জানলে অবাক হবেন, আপনি কোন রঙের পোশাক পরেছেন তার উপরও নির্ভর করে, মশা আপনাকে বেশি কামড়াবে না কম। সাম্প্রতিক এক গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে।
বিজ্ঞান বিষয়ক পত্রিকা নেচার কমিউনিকেশনে প্রকাশিত গবেষণাপত্রে এ তথ্য জানানো হয়। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই তথ্য জানিয়েছেন।
গবেষকদের মতে, মশার প্রিয় রঙ লাল, কমলা, কালো ও সায়ান। এই রঙগুলোর প্রতি বেশি আকৃষ্ট হয় মশা।
এর আগে বিজ্ঞানীদের ধারণা ছিল, মশা আক্রমণ করে মূলত তিনটি বিষয়ের উপর ভিত্তি করে। নিশ্বাস থেকে নির্গত কার্বন-ডাই-অক্সাইড, ঘাম ও দেহের উষ্ণতা। এই তালিকায় এবার চতুর্থ বিষয় হিসেবে যুক্ত হলো রঙ।
প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, গাঢ় লাল না হলেও ত্বকের লাল রঞ্জক পদার্থে আকৃষ্ট হয় মশা।
অবশ্য ভালো খবর হচ্ছে এমন কিছু রংও আছে যা দেখলে মশা দূরে পালায়। এই লিস্টে আছে- সাদা, সবুজ, বেগুনি ও নীল। এসব রং একেবারেই পছন্দ করে না মশা। তাই মশার কামড় থেকে বাঁচতে চাইলে এই রঙের পোশাক পরুন।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত