কৃষি ক্ষেত্রের উন্নয়নের মাধ্যমে পাহাড়ের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন আনতে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। আজ শুক্রবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এক কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি সরঞ্জাম ও গাছের চারা বিতরণ কালে মন্ত্রী এ কথা বলেন।
জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রায়হান, আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, পৌর মেয়র সৌরভ দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী, জেলা পরিষদের সদস্য ক্যশাপ্রু মারমা প্রমুখ।
অনুষ্ঠানে বান্দরবানের বিভিন্ন এলাকার কৃষক সমবায় সমিতি ও ১৯৩ জন কৃষকদের মাঝে ২১ টি পাওয়ার টিলার, ১৪টি ধান কাটা ও মাড়াই মেশিন, ২৮ টি সেচ পাম্প সহ বিভিন্ন কৃষি সরঞ্জাম ও ৭৪ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন পার্বত্য মন্ত্রী।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত