অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ইশরাত চৌধুরী।
বৃহস্পতিবার (১৩ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ইশরাত চৌধুরী বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা। এতোদিন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। এখন তাকে পদোন্নতি দিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ করা হলো।
এর আগে, গত ১১ জুলাই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব খাজা মিয়াকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। ২০২১ সালের ২ জুন তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পান। এরপর গত ১ জুন তাকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছিল।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত