বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
এবার কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংখ্যা অপরিবর্তিত রেখে ১০টি সহসভাপতি পদ বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া কমিটিতে বেশ কয়েকটি নতুন পদ যুক্ত করা হয়েছে। সেগুলো হলো- অটিজমবিষয়ক সম্পাদক, মানবাধিকারবিষয়ক সম্পাদক, মাদরাসা শিক্ষাবিষয়ক সম্পাদক, কারিগরি শিক্ষাবিষয়ক সম্পাদক, ছাত্রী ও নারী উন্নয়নবিষয়ক সম্পাদক, টেকসই উন্নয়ন লক্ষ্যবিষয়ক (এসডিজি) সম্পাদক, উদ্যোক্তা ও উদ্ভাবন (এন্টারপ্রিনিউরশিপ অ্যান্ড ইনোভেশন) বিষয়ক সম্পাদক এবং সামাজিক যোগাযোগমাধ্যমবিষয়ক সম্পাদক।
কমিটিতে সহসভাপতি পদে রয়েছেন যথাক্রমে- রাকিবুল হাসান রাকিব, খাদিমুল বাশার জয়, তাহসান আহমেদ রাসেল, ফুয়াদ হোসেন শাহাদাত, মো. আবু সাইদ কনক, নাহিদ হাসান শাহীন, উৎপল বিশ্বাস, মো. মেহেদী হাসান, বরিকুল ইসলাম বাধন, মো. জয়নাল আবেদীন, রবিন বাহাদুর, মো. সুজন শেখ, সানোয়ার পারভেজ পুলক, মো. শাহেদ খান, নুর-এ-আলম আশিক, হাসানুর রহমান হাসু, রনি মুহাম্মদ, শামীম পারভেজ, রাজিয়া সুলতানা কথা, এহসান পিয়াল, কোহিনুর আক্তার রাখি, আজহারুল ইসলাম মামুন, এম. এম. সাহেদুজ্জামান, ইমরান জমাদ্দার, মো. মেহেদী হাসান তাপস, মো. সুমন খলিফা, মাইনুল হাওলাদার, খাদিজা আক্তার উর্মি, তুহিন রেজা, মো. শাহজালাল, আল-আমিন শেখ (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), এনামুল হক তানান, মাজহারুল হক মাহফুজ, নেয়ামতউল্লাহ তপন, জাকারিয়া দস্তগীর, জোবায়ের হাসান, সঞ্জীব নাথ, তামান্না জেসমীন রিভা, মো. ইরফানুল হাই সৌরভ, রাশেদ ফেরদৌস আকাশ, জাহিদ হাসান (স্যার এ. এফ. রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়), আনফাল সরকার পমন, আব্দুল আলীম খান, জোবায়ের হাসান মঈন, মো. খায়রুল হাসান আকন্দ, খন্দকার হাবিব আহসান, সাইফুল্লা আব্বাছী অনন্ত, আল-আমিন শেখ (ঢাকা মেডিকেল কলেজ), আল আমিন রহমান, সুরাপ মিয়া সোহাগ, এম. এ. আহাদ চৌধুরী, শেখ সাঈদ আনোয়ার সিজার, মো. ফরহাদ আলী, মো. রিপন মিয়া, রুবেল হোসেন, মো. সাদ্দাম হোসেন (বিজয় ৭১ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়), রবিউল হাসান রানা, রনক জাহান রাইন এস. এম. আমিরুল ইসলাম (ঢাকা কলেজ, গোপালগঞ্জ), এনামুল হাছান নাহিদ, সৈয়দ শরীফুল আলম শপু, মিজানুর রহমান জনি, মাহমুল হাসান বাবু, মো. ফুয়াদ হাসান, আব্দুর রহিম সরকার, আনোয়ার হোসেন (কক্সবাজার), মোঃ আসাদুল্লাহ আসাদ (জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পাবনা), শেখ শামীম আহম্মেদ তূর্য্য, রায়হান রনি, মিলন খান ও ইবনুল এম. হাসান।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত