নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন একটি বহুতল ভবনে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- সোনারগাঁ উপজেলার বেহাকৈর গ্রামের শাহজাহানের ছেলে তোবারক (৫০) ও সুনামগঞ্জ জেলার জামালপুর গ্রামের আবদুর রউফের ছেলে শহিদ(৩০)। তারা দুজন ভবনটি নির্মাণ শ্রমিক ছিলেন।
বৃহস্পতিবার (১৩ জুলাই) ভুঁইগড় এলাকায় সীমান্ত টাওয়ারে এ দুর্ঘটনা ঘটে।
তাদের সহকর্মী হিরন মিয়া ও মুরাদ জানান, সকাল থেকে তারা জালকুড়ি বিজিবি মার্কেট এলাকার সীমান্ত টাওয়ারে মালামাল তোলার কাজ করছিলেন। বিশাল ক্রেন দিয়ে ভবনের নিচ থেকে ৩য় তলায় মালামাল তোলা হচ্ছিল। তখন মালামালের সঙ্গে ক্রেনের উপর দাঁড়িয়ে ছিলেন শহীদ ও তোবারক। ৩য় তলায় তোলার পর হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে গেলে মালামালসহ তারা দুজন নিচে পড়ে যান। এতে মালামালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তোবারক। আর গুরুতর আহত শহীদকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে তোবারকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আরেক শ্রমিকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত