রাজধানী হাতিরঝিল থানার রামপুরা ব্রিজের সামনের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির ভিক্টর পরিবহনের বাসের ধাক্কায় জাহিদ হাসান (২৪)নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সে চীনের বেসরকারি নর্থ ইলেকট্রনিক পাওয়ার ইউনিভার্সিটি ছাত্র ছিলেন।
বৃহস্পতিবার পৌনে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে।
নিহত জাহিদ হাসানের বড় ভাই ইমরান বলেন, আমার ভাই চীনের একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। আমি ও আমার ভাই রামপুরা ব্রিজ দিয়ে রাস্তা পারাপারের সময় একটি বাস আমার ভাইকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করেন।
সে আরো জানায়,আমরা বর্তমানে ডেমরা এলাকায় থাকি। আমাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ভবেরচর গ্রামে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই)মিজানুর রহমান বলেন, রামপুরা ব্রিজে এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে ভিক্টর পরিবহন ধাক্কা দিয়ে হাতিরঝিলে ভিতরে ঢুকিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।এ সময় মেহেদী হাসান বয়স (১৩ )নামে এক শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিশুটি মারা যায়। পরে আমরা জানতে পারি আহত ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ঢাকা মেডিকেলে মারা গেছেন। একই বাস দুটি ঘটনা ঘটিয়েছে এবং দুটি প্রাণ কেড়ে নিয়েছে।
তিনি আরো বলেন, ভিক্টর পরিবহনের চালক পালিয়ে গেলেও বাসের হেলপার ও বাসটিকে জব্দ করা হয়েছে।
পার্বত্যকন্ঠ নিউজ/এম এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত