ঢাকা ওয়াসাকে নাগরিক সেবা ব্যবস্থাপনায় আরও উদ্যোগী হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা ওয়াসার দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্প উদ্বোধন করে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, শহরসহ ইউনিয়ন পর্যায়েও পয়ঃনিষ্কাশন ও পানি শোধনাগারের ব্যবস্থা করতে হবে।
রাজধানীর বালু নদীর দূষণ রোধে দাশেরকান্দিতে নির্মাণ করা হয়েছে পয়োবর্জ্য শোধনাগার। দিনে প্রায় ৫০ লাখ মানুষের বর্জ্য নিষ্কাশনের ক্ষমতা রয়েছে প্ল্যান্টটির। আফতাবনগরের এই পয়োশোধনাগার চলে স্বয়ংক্রিয়ভাবে। মূলত বালু নদীর দূষণ রোধ করবে এই প্রকল্প।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এই শোধনাগার নির্মাণে খরচ হয়েছে ৩ হাজার ৪৮২ কোটি টাকা। হাতিরঝিলসহ রাজধানীর বিভিন্ন এলাকার পয়োবর্জ্য এতে পরিশোধন হবে। শোধনের পর যে দূষিত বর্জ্য তৈরি হবে তা এই প্ল্যান্টেই শুকিয়ে আগুনে পুড়িয়ে ফেলা হবে। ফলে পরিবেশের কোনো ক্ষতি হবে না বলে জানান প্রকল্প পরিচালক। সমন্বিত প্রকল্প হিসেবে একে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় পয়োবর্জ্য শোধনাগার বলা হচ্ছে।
পার্বত্যকনঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত