মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:
সৌদিতে পবিত্র হজ পালন করতে গিয়ে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এবারই সর্বোচ্চ সংখ্যাক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মন্ত্রণালয়ের তথ্যমতে সৌদি আরবে চলতি বছরে এ পর্যন্ত ১০১ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।
মন্ত্রণালয়ের হজ পোর্টালের তথ্য বলছে- মৃতদের মধ্যে ৭৭ জন পুরুষ ও ২৪ জন নারী রয়েছেন।
এর মধ্যে মক্কায় ৮৫ জন, মিনায় ৭ জন, মদিনায় ৫ জন, আরাফায় ২ জন এবং জেদ্দা ও মুজদালিফায় একজন করে হজযাত্রীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭৮ জনের বয়স ছিল ৫০ থেকে ৭১ বছরের মধ্যে।
বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে হজের সময় তীব্র গরমের কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে। এরমধ্যে হিট স্ট্রোকের কারণে ২৯ জুন একদিনে সাত বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়।
হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সূত্রে জানা যায়, সৌদি আরবে মারা যাওয়া হজযাত্রীদের সাধারণত সেখানেই দাফন করা হয়।
মন্ত্রণালয়ের সূত্র জানায়, এ বছর ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে এ বছর হজের উদ্দেশ্যে সৌদি আরবে যান ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজযাত্রী।
পার্বত্যকন্ঠ নিউজ /রনি
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত