ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশের সামনে এখন টি-টোয়েন্টি মিশন। আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে মুখোমুখি হবে টাইগাররা। এ সিরিজকে সামনে রেখে বুধবার (১২ জুলাই) সিলেটে পৌঁছেছে চান্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ জুলাই। এরপর ১৬ জুলাই দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল। ওয়ানডে সিরিজে হারার পর বাংলাদেশের কাছে এই সিরিজটি চ্যালেঞ্জের। কেননা টাইগারদের তুলনায় টি-টোয়েন্টিতে রশিদ খানরা অনেকটাই এগিয়ে।
ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ১৭ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের সেঞ্চুরিতে হারে ১৪২ রানের বড় ব্যবধানে। এরপর তৃতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় লিটন দাসের নেতৃত্বাধীন দল।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড
সাকিব আল হাসান, লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামিম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও আফিফ হোসেন ধ্রুব।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস