খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৩নম্বর যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের আর ৫দিন বাকি। চেয়ারম্যান, দুই সংরক্ষিত সদস্য ও ২সাধারণ সদস্যসহ ৫জন ইতোমধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় প্রচারণায় সংরক্ষিত সদস্য পদের প্রতিদ্বন্দ্বি ২ প্রার্থী ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বি ১৬ প্রার্থী ভোটারদের কাছে টানতে মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন। বিগত সময়ে নির্বাচন করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে পুরাতন প্রার্থী ভোটারদের মন জয় করার চেষ্টায় একটু এগিয়ে থাকলেও নতুন প্রার্থীরাও থেমে নেই।
এতে করে মাঠে এখন পর্যন্ত আচরণ বিধি ভঙ্গের কোন ঘটনা না ঘটলেও নির্বাচন ঘনিয়ে আসায় জনপদে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিকের পাশাপাশি নির্বিঘ্নে ভোটারদের ভোটকেন্দ্রে আসা এবং স্বাধীনভাবে পছন্দনীয় প্রার্থীকে ভোটদানে প্রশাসনের সকলযন্ত্র ইতোমধ্যে কাজ শুরু করেছেন।
গত ১১ জুলাই প্রার্থীদের নিয়ে মতবিনিময় ও সমন্বয় সভা করেছেন জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম। প্রশাসনিক কর্মকর্তারা প্রার্থীদের অভয় দিয়ে আশ্বস্ত করে বলেছেন, নির্বাচন কারচুপি, ভোটারদের ভয়ভীতি, জাল ভোট,কেন্দ্র দখল বা মাঠে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির দিন শেষ। অহেতুক কেউ বাজে স্বপ্ন না দেখে নির্ভয় ও নির্বিঘ্নে ভোটদানের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সকল প্রস্তুতি নিয়েছেন।
এদিকে ১২ জুলাই দুপুরের আগে ও পরে পুরো ভোটার এলাকা ঘুরে ভোটার ও প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলা ও ভোটারদের নির্বাচনী পরিবেশ শতভাগ সুরক্ষায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনচারুল করিম পৃথক পৃথক ভাবে গণমানুষের সাথে কথা বলেছেন। বিশেষ করে ভোটারদের নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসার পরিবেশ নিশ্চিত করতে পুলিশ মাঠে থাকার বিষয়টি আবারও জানিয়ে দিয়েছেন ওসি মো. আনচারুল করিম।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরী জানান, চেয়ারম্যান, সংরক্ষিত নারী ও সাধারণ সদস্যসহ মোট ৫জন প্রার্থী ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। ২জন সংরক্ষিত সদস্য ও ১৬ জন সাধারণ সদস্যের মধ্যে আগামি ১৭ জুলাই ভোটগ্রহণ অনুঠিত হবে। ইউনিয়নে মোট ভোটার ১১ হাজার ২৫৪ জন। পুরুষ ভোটার ৫ হাজার ৬৬৩জন এবং নারী ভোটার ৫ হাজার ৫৯১জন।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত