দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন দুই প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী। মঙ্গলবার (১১ জুলাই) দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও নর্থ ওয়েস্ট শহরে এ হামলার ঘটনা ঘটে। এদিকে একের পর এক হামলা ও খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশটির বাংলাদেশি কমিউনিটিতে।
প্রবাসী বাংলাদেশিদের জন্য যেন আতঙ্কের দেশে পরিণত হয়েছে দক্ষিণ আফ্রিকা। কিছুদিন পরপরই হামলার শিকার হচ্ছেন প্রবাসীরা। এবার পৃথক দুই হামলায় প্রাণ গেল দুই বাংলাদেশি ব্যবসায়ীর।
কেপটাউন শহরের ডেলফ এলাকায় মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে নাজমুল হোসেন নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। তার বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার দুধমুখায়।
একই দিনে নর্থ ওয়েস্ট শহরে নিজ দোকানের কর্মচারীর হাতে খুন হয়েছেন শফিকুল ইসলাম নামে আরেক বাংলাদেশি ব্যবসায়ী। জানা গেছে, মোজাম্বিকের নাগরিক ওই কর্মচারী শ্বাসরোধে হত্যা করেন শফিকুল ইসলামকে। নিহতের বাড়ি কুষ্টিয়ায়।
এদিকে দক্ষিণ আফ্রিকায় প্রবাসীদের ওপর হামলা ও খুনের ঘটনা বাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশি কমিউনিটিতে। দক্ষিণ আফ্রিকায় গেল কয়েক মাসে সন্ত্রাসী হামলায় অন্তত ১৮ বাংলাদেশি নিহত হয়েছেন।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত