রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় ৭টি ইউনিয়নের আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় ও বিশেষ বর্ধিত সভা সম্পন্ন হয়েছে।
১১ জুলাই/২০২৩ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলাই ১নং আটারকছড়া ইউনিয়ন পরিষদ হল রুমে বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন সমূহের উদ্যোগে আয়োজনে এক মতবিনিময় ও বিশেষ বর্ধিত অনুষ্ঠিত হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর আটারকছড়া ইউনিয়ন পরিষদ হল রুমে ১নং আটারকছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর হক জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাস বাবু, ১নং আটারকছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে বর্ধিত সভার অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভানেত্রী আনোয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান, যুগ্ম সম্পাদক শাহাদাৎ হোসেন। শিপু, সহসভাপতি হোছেন আলী,
সভায় বক্তারা বলেন আগামী দিনের অগ্রগতি ও উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে পুনরায় আওয়ামী লীগের নৌকায় ভোট দেয়ার জন্য সকলকে আহবান জানাই
বক্তাগণ আরো বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে একটি সুন্দর স্মার্ট বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। গত ৭ জুলাই ২০২৩ তারিখে লংগদু সদর ইউনিয়নে বর্ধিত সভার মধ্য দিয়ে শুরু করেন। এবং গতকাল ১ নং আটারকছড়া ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার মধ্য দিয়ে লংগদু উপজেলার ৭টি ইউনিয়নে বর্ধিত সভা সম্পন্ন করা হয়।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত