রাঙ্গামাটির লংগদু উপজেলায় আর্ত মানবতার সেবায় লংগদু জোনের আয়োজনে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়েছে।
বুধবার( ১২ জুলাই) সকাল ১১টায়, লংগদু জোনের অন্তর্গত র্যাংকাইজ্জা প্রাথমিক বিদ্যালয়, ডাঙ্গাবাজার এলাকায়, লংগদু জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, বিনামূল্যে ঔষুধ বিতরণ এবং স্থানীয় অসহায় দরিদ্রদের মাঝে চিকিৎসা অনুদান প্রদান করা হয়।
লংগদু জোন কমান্ডার , লেঃ কর্ণেল হিমেল মিয়া, পিএসসি এর দিক নির্দেশনায় এবং রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন জোবায়ের আহমেদ সজল এর নেতৃত্বে মেডিক্যাল ক্যাম্প পরিচালিত হয়।
উক্ত ক্যাম্পে দাঙ্গাবাজার এলাকার প্রায় ১৭০ জন চিকিৎসা বঞ্চিত, দুস্থ ও অসহায় বাঙ্গালী ও পাহাড়ী জনগোষ্ঠীর
মাঝে চিকিৎসা প্রদান করা হয়। উল্লেখ্য যে, উক্ত মেডিক্যাল ক্যাম্পে বিনামূল্যে ঔষুধ বিতরণের পাশাপাশি ব্লাড প্রেসার এবং ডায়াবেটিস টেষ্ট করা হয়।
এসময় স্থানীয় ভুক্তভোগীরা লংগদু জোন কর্তৃক এই বিনামূল্যে চিকিৎসা সহায়তার ভূয়সী প্রশংসা এবং জোন কমান্ডার, লংগদু জোন এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত