পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুইশ ক্ষুদ্র ও প্রান্তিক চাষী পেল বিভিন্ন প্রজাতির পাঁচ হাজার ফলদ চারা। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ২০২২-২০২৩ অর্থ বছরে
বিনামূল্যে এসব চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (১২জুলাই) সকাল সাড়ে দশটার দিকে মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসের সম্মুখে বিভিন্ন প্রজাতির ফলদ চারা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরনজয় ত্রিপুরা। অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. সবুজ আলী স্বাগত বক্তব্য রাখেন।
এসময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হাসিনা বেগম, মাটিরাঙ্গা উপজেলা সহকারি কৃষি সম্প্রসারন কর্মকর্তা জ্যোতি কিশোর বড়ুয়া, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: অলি উল্ল্যাহ ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: জসীম
উদ্দিন ভূইঁয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুইশ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে ২৫ টি করে পাঁচ হাজার উন্নত প্রজাতির আম গাছের চারা বিতরণ করা হয়।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত