পানছড়ির সহকারী শিক্ষা অফিসার সঞ্চয়ন চাকমার বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সহকারী শিক্ষা অফিসার সুস্মিতা ত্রিপুরা ও উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর নুরুল আমিনের যোগদান উপলক্ষে প্রদান করা হয়েছে শুভেচ্ছা স্মারক। অবসরে যাওয়া ১৭জন শিক্ষককে বিদায়ী সংবর্ধনার পাশাপাশি ১২জন শিক্ষককে প্রদান করা হয়েছে মরোণত্তর সম্মননা।
১১ জুলাই সকাল দশটা থেকে পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনের অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুজিত মিত্র চাকমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ। ছোট পানছড়ি (উত্তর) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খুর্শিদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, সহকারী শিক্ষা অফিসার এডিন চাকমা ও পানছড়ি প্রেস ক্লাব সভাপতি জয়নাথ দেব।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার এডিন চাকমা তাঁর স্বাগত বক্তব্যের মাঝে অনুষ্ঠানের সকল বিষয়াদি তুলে ধরেন। শিক্ষক প্রতিনিধি হয়ে সাজালো বক্তব্য তুলে ধরেন প্রধান শিক্ষক প্রলয় জ্যোতি চাকমা, মো: নুরুল আবছার, সুরেশ কুমার ত্রিপুরা, আল্পনা দেও অবসরে যাওয়া শিক্ষক রেজিয়া বেগম।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত