প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আশ্বাস রেখে পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন এবং মঙ্গলবার (১১ জুলাই) পূর্বঘোষিত শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করেছে।
সোমবার (১০ জুলাই) পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের প্রতিনিধি দল তাদের দাবির পক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায়। সেখান থেকে ফিরে তারা তাদের মঙ্গলবারের পূর্বঘোষিত কর্মসূচী স্থগিত ঘোষণা করে।
পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের পক্ষ হতে ডা. সালেহ বিন আমিন বলেন, আজকে আমাদের প্রতিনিধি দল আমাদের দাবির পক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায়। সেখানে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর মাধ্যমে আমাদের দাবি সংক্রান্ত সব কিছু বুঝিয়ে বলার পর সব কাগজপত্র প্রধানমন্ত্রীর কাছে পেশ করে আমাদের অপেক্ষা করতে বলেন।
তাই প্রধানমন্ত্রীর প্রতি পূর্ণ সম্মান এবং ভরসা রেখে তাদের আজকের শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না হলেও তার ব্যক্তিগত সহকারী জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী আমাদের ব্যাপারের যথেষ্ট আন্তরিক। আগামী ২-৩ দিনের মধ্যে আমাদের প্রতিনিধি দলকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দিবেন।
উল্লেখ্য, বেতন বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) অধীন পোস্টগ্রাজুয়েট চিকিৎসকরা।
পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের ভাতা ২০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকায় উন্নীত এবং এ ভাতা নিয়মিত করার দাবিতে শনিবার (৮ জুলাই) সকাল ১১টা থেকে শহীদ মিনার প্রাঙ্গনে এ কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত