চিকিৎসা খাতে গবেষণা কম হয় জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ খাতে গবেষণা আরও বাড়াতে হবে। সে জন্য আর্থিকসহ সব ধরনের সহায়তা দেবে সরকার।
ঢাকা মেডিকেল কলেজের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে মিলন অডিটোরিয়ামে সোমবার (১০ জুলাই) দুপুরে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষ যেন ঘরের কাছে স্বাস্থ্যসেবা পায়, আমরা সে ব্যবস্থা করে দিয়েছি। চিকিৎসাসেবা আরও উন্নত করেছি, বেশ কয়েকটি বিশেষায়িত প্রতিষ্ঠান করে দিয়েছি।’
চিকিৎসকদের অনেকে গ্রামে থাকতে চান না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,এতে সেখানে (গ্রামে) চিকিৎসাসেবা ব্যাহত হয়। এ ছাড়া অনেক হাসপাতালে যন্ত্রপাতি পড়ে থাকে, ব্যবহার হয় না। এগুলোর দিকে দৃষ্টি দিতে হবে।
‘দরজা বন্ধ না রেখে বিদেশ থেকে ভালো মানের চিকিৎসক ও সার্জন আমাদের হাসপাতালগুলোতে আনতে পারি। তাতে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে,’ বলেন তিনি।
ডেঙ্গুর বিস্তার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘এ জন্য প্রয়োজন জনসচেতনতা। সরকার তো ঘরে ঘরে গিয়ে মশা মারতে পারবে না। সে জন্য সবাইকে স্বাস্থ্য সচেতন থাকা উচিত। মশা যেন জন্মাতে না পারে, সে জন্য ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখতে হবে।’
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত