শহীদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রংপুর :
রংপুরের মিঠাপুকুরে শালমারা নদীর বালু উত্তোলন বন্ধে, সংবাদ প্রকাশ জেরে, প্রকাশে দিবালোকে দৈনিক মানবকন্ঠের মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি এবং মিঠাপুকুর রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক- খন্দকার রাকিবুল ইসলামের উপর হামলাকারী শরিফুল ইসলামকে গ্রেফতারের দাবিতে মিঠাপুকুর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রোববার (৯-জুলাই) সন্ধ্যা ৭ ঘটিকার সময় মিঠাপুকুর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে মিঠাপুকুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ রুবেল হোসাইন সংগ্রামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিরুল কবির সুজনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মিঠাপুকুর রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সভাপতি, মোঃ আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক, মোঃ রাখিবুল হাসান, দপ্তর সম্পাদক, রোকনুজ্জামান রুবেল, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক , সুলতান মারজান হৃদয়, সমাজ কল্যান সম্পাদক মোঃ মিল্লাত হাসান, দৈনিক মনিং পোষ্টের সম্পাদক-মোঃ রাশেদুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক,ও দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার রংপুর ব্যুরো চীফ রংপুর মোঃ শহিদুল ইসলাম, শিল্পী আক্তার সহ অনন্যরা।
সংবাদ সম্মেলনে সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলামের উপর সংবাদ প্রকাশের জেরে বালু ব্যবসায়ি শরিফুল ইসলাম কর্তৃক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও হামলাকারী শরিফুল ইসলামকে পুলিশ গ্রেফতার করতে না পারায় এ সময় চরম অসন্তোষ প্রকাশ করেন উপস্থিত সংবাদকর্মীরা।
এসময় হামলাকারী শরিফুল ইসলামকে গ্রেফতার করা না হলে পরবর্তীতে উপজেলা এবং জেলা পর্যায়ে সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে উপস্থিত সকলে সম্মতি প্রকাশ করেন। পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করে আগামি ১০-জুলাই উপজেলা চত্বরে মানববন্ধনের ঘোষণা দেয়া হয়।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত