এমনিতেই ‘তামিমকাণ্ডে’ বিপাকে পড়ে গিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মাঝে অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে গণমাধ্যমে বেঁফাস মন্তব্য করায় হয়েছেন ব্যাপক সমালোচিত। ঘটনা প্রধানমন্ত্রী পর্যন্ত গড়িয়েছে। সেই নাটকের রেশ কাটতে না কাটতেই ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হার! এরপর আজ ভারতের নারী দলের কাছেও হেরে গেল বাংলাদেশের মেয়েরা।
সব মিলিয়ে মন ভালো নেই পাপনের।
মিরপুর শেরেবাংলায় আজ রবিবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। মাঠে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বেশ কয়েকজন পরিচালক। এদিন তিনি সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথাও বলেননি।
ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে বেরিয়ে যাওয়ার সময় গাড়ির কাঁচ নামিয়ে সংক্ষেপে কিছু কথা বলেন। তাতে মেয়েদের ক্রিকেটের পাশাপাশি উঠে আসে ছেলেদের পরাজয়ের কথাও।
গতকালের আগ পর্যন্তও বলা যেত, ২০১৪ সালের জুনের পর দেশের মাটিতে একমাত্র ইংল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে টানা দুই ম্যাচ জিতে বাংলাদেশকে মাটিতে নামাল আফগান বাহিনী।
গতকাল শনিবার দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ হেরেছে ১৪২ রানের বড় ব্যবধানে। এর প্রতিক্রিয়ায় পাপন বলেন, ‘মন তো খারাপ হবেই। এটা সবারই। সারা দেশের মানুষেরই মন খারাপ।’ এটুকু বলেই তিনি গাড়িতে চেপে স্টেডিয়াম ত্যাগ করেন।
এর আগে ভারতের কাছে মেয়েদের পরাজয় নিয়ে পাপন বলেন, ‘ওদের সঙ্গে যখন আমাদের দেখা হয়েছিল, ওরা বলেছিল মিরপুরে আমাদের হোম অব ক্রিকেটে কোনো ম্যাচ খেলেনি। ওদের একটা খুব শখ ছিল। আমি বলেছি ঠিক আছে, পরেরবারই হবে। ভারত নারী দল অনেক শক্তিশালী। টপ তিনটার একটা আমার অ্যাসেসমেন্ট। ইন্ডিয়া, অস্ট্রেলিয়া ইংল্যান্ড অনেক শক্তিশালী। তারপরও ভালো খেলেছে, ভালো খেলবে ইনশাল্লাহ। আমাদের তো ওই পরিমাণ সুযোগ-সুবিধা ওদের দিতে পারি না, ওরা যেরকম পায়। পটেনশিয়াল খুবই ভালো।’
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত