আওয়ামী লীগ সরকারের অধীনে জাতি অস্তিত্ব সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৯ জুলাই) বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, সরকার অনবরত জনগণের কথা বলার অধিকার খর্ব করেছে। আওয়ামী লীগ সরকারের অধীনে জাতি অস্তিত্ব সংকটে রয়েছে।
ফখরুল বলেন, আমরা এমন একটি নির্বাচন চাই, যে নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ সরকারের অধীনে। এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। সংসদ বিলুপ্ত করে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানান বিএনপি মহাসচিব।
সরকার ক্ষমতা সম্প্রসারিত করার চেষ্টা করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকার জোর করে ক্ষমতা দখল করে আছে। একদলীয় সরকার ব্যবস্থা বাকশাল তৈরি করতে চাইছে আওয়ামী লীগ সরকার।
দেশের সকল খাতে দুর্নীতি বিরাজ করছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, দেশের তরুণেরা একবারও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এই তারুণ্যের সমাবেশের একটাই লক্ষ্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনা, খালেদা জিয়াকে মুক্ত করা এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ বিএনপির কেন্দ্রীয় ও সিলেটের স্থানীয় অন্যান্য নেতা।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত