২০২৫ সালের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাড়ে চার লাখ বিদেশি শ্রমিক নেবে ইতালি। স্পন্সর ভিসার মাধ্যমে এই শ্রমিক নেয়া হবে। শুক্রবার (৭ জুলাই) এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিপরিষদ। এতে বাংলাদেশিরাও সুযোগ পাবেন।
চলতি বছর স্পন্সর ভিসার মাধ্যমে বিভিন্ন দেশ থেকে ইতালি সরকার ৮২ হাজার শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। চলমান এই স্পন্সর আইনের মধ্যেই দেশটির সরকার আগামী ২০২৫ সাল পর্যন্ত স্পন্সর ভিসার গেজেট প্রকাশ করেছে।
শুক্রবার ওই গ্যাজেটের অধীনে কোটা নির্ধারণ করে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিপরিষদ।
এতে বিভিন্ন দেশ থেকে সাড়ে চার লাখ শ্রমিক নেয়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এই সিদ্ধান্তে বেশ উচ্ছ্বসিত ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এরমাধ্যমে বাংলাদেশ থেকে অনেকেরই ইতালিতে আসার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন তারা।
বিদেশি শ্রমিকদের জন্য নতুন করে কৃষি এবং পর্যটন খাতের পাশাপাশি জেলে এবং ওয়েল্ডিংয়ের জন্যও কোটা নির্ধারণ করা হয়েছে।
পশ্চিম ইউরোপের শিল্পোন্নত ও প্রাচীন সভ্যতার দেশ ইতালি। যুক্তরাজ্যের পর ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি ইতালিতে বসবাস করে।
পার্বত্যকন্ঠ নিউজ এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত