ঝিনাইদহের কালীগঞ্জে মেহেদী হাসান (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার প্রতিবেশী আকরামের বিরুদ্ধে।
শনিবার (৮ জুলাই) দিবাগত রাতে কালীগঞ্জ পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান কালীগঞ্জ পৌরসভার ফয়লা মাস্টারপাড়ার সফর আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১২টার দিকে দোকানে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন মেহেদী। পথে পাশের বাড়ির আকরামের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত আকরাম ছুরি দিয়ে মেহেদীকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় কালীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎক মেহেদীকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, পৌর এলাকায় রাত সাড়ে ১২টার দিকে মেহেদী হাসান নামে এক যুবককে তার প্রতিবেশী ছুরিকাঘাতে হত্যা করেছে। এ ঘটনায় অভিযুক্ত আকরামকে আটক করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত