• সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
মহেশখালীতে RB24 ফাউন্ডেশন কর্তৃক মেধাবিকাশ বৃত্তি পরীক্ষা সম্পন্ন ফাইনাল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার খাগড়াছড়ি জেলা জামায়াতের ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত খাগড়াছড়িতে জামায়াত নেতৃবৃন্দের সাথে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ এখনো অনিশ্চিত:  তবুও শুরু হল চন্দ্রঘোনা- রাইখালী ফেরিঘাট সেতু নির্মাণের প্রাথমিক কাজ রাঙ্গামাটিতে স্বাস্থ্যসেবা বিষয়ক জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সেবাগ্রহীতার গণশুনানি অনুষ্ঠিত খেলাধুলা সুস্থ সমাজ গঠনের অন্যতম অনুষঙ্গ: ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান  পদ্মা যমুনায় নাব্যতা সংকটে বিপাকে জাহাজ চলাচল  রাঙামাটিতে কমলা চাষে সফল সুদত্ত চাকমা রামগতিতে জোরপূর্বক বসতঘর দখলের চেষ্টা রাঙামাটি জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত লংগদুতে মহিলা দলের বর্ধিত সভা

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, রোগী শনাক্তে রেকর্ড

মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি: / ১২৬ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ৮ জুলাই, ২০২৩

মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮২০ জন নতুন রোগী, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টার মধ্যে এই মৃত্যু ও রোগী শনাক্ত করা হয়েছে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ২ জনসহ চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে। রাজধানীর ৫৩টি হাসপাতালে ৬০৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে নতুন রোগী ভর্তি হয়েছে ২১৭ জন।

এ নিয়ে চলতি বছরে সারাদেশে ভর্তি ডেঙ্গু রোগী আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ১১৮ জনে। আর বর্তমানে সারা দেশে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৫০২ জন রোগী। এর মধ্যে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ৭৭৩ জন। আর ঢাকার বাইরে চিকিৎসাধীন রয়েছেন ৭২৯ জন।

চিকিৎসকেরা বলছেন, একাধিকবার আক্রান্ত হওয়ায় মৃত্যু বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ঢাকা উত্তরে ২৭টি এবং ঢাকা দক্ষিণে ২৮টি ওয়ার্ড সবচেয়ে বেশি ডেঙ্গু ঝুঁকিতে রয়েছে।

এদিকে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সামনের দিনগুলোতে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন কীটত্ত্ববিদেরা।

গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন। শুধুমাত্র গত বছরের ডিসেম্বরেই ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

পার্বত্যকন্ঠ নিউজ/রনি 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ