আওয়ামী লীগের নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমিতো খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছি, এটাইতো আমার বাবা-মা শিখিয়েছে, শেখ হাসিনা শিখিয়েছে।
শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুর পৌষারপুকুরপাড় এলাকায় ডিএনডির জলাবদ্ধতা পরিদর্শনের পর চৌধুরীবাড়ি পারিবারিক মিলনায়তনের সামনে এক সভায় তিনি এসব কথা বলেন।
এসময় শামীম ওসমান আরও বলেন, আমি ওনার(খালেদা জিয়ার) দ্বারা সবচেয়ে বেশি অত্যাচারিত, যেহুতু আমি অত্যাচারিত-আমার নবীর শিক্ষা। আমার বাবা-মার শিক্ষা, যেহুতু আমি অত্যাচারিত- আমার দোয়া ওনার জন্য আল্লাহর কাছে কবুল হবে। যে কারণে আমি টেলিভিশনের টকশোতে বলছি, আল্লাহ ওনাকে (খালেদা জিয়া) সুস্থ করে দেউক।
তিনি বিএনপি-জামায়াতের উদ্দেশ্য বলেন, বয়স কিন্তু বাড়ছে আমাদের কলিজা কিন্তু ছোট হয় নাই। মা বইলা বউ কওয়ার সুযোগ পাবেন না কিন্তু বলে দিলাম।
বি কেয়ারফুল, শেখ হাসিনা কে গালি দিবেন, বঙ্গবন্ধুকে গালি দিবেন, শেখ হাসিনার দুই গালে বলবেন, এই ধরনের অশ্লীল স্লোগান দিবেন। আমরাতো বলিনা।
তিনি বলেন, রাজনীতি করতে এসেছেন রাজনীতি করেন তবে খোঁচাখুঁচি করবেন না।
সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, আওয়ামী লীগ নেতা শওকত আলী, লুৎফর রহমান স্বপন, মীর সোহেল আলী সহ অনেকে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত