কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসা এবং আরএসও সন্ত্রাসীদের গোলাগুলিতে ৫ আরসা সদস্য নিহতের ঘটনায় ৬ জন রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শুক্রবার রাতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা সবাই ক্যাম্পের বাসিন্দা।
এবিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, ৫ আরসা সদস্য খুনের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন ধরণের অভিযোগ জমা দেয়া হয়নি। মরদেহ দাফনের পর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে মামলা রেকর্ড করা হবে জানান তিনি।
গতকাল ভোরে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে পাঁচ রোহিঙ্গা নিহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- ক্যাম্প-৮ ওয়েস্ট বাসিন্দা আনোয়ার হোসেন (২৪), মোহাম্মদ হামীম (১৬), ক্যাম্প-১৩ এর নুরুল আমিন (২৪) ও ক্যাম্প-১০ এর মো. নজিমুল্লাহ। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, “শুক্রবার ভোরে ক্যাম্পে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়েছি। পরে ঘটনাস্থল থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত আরও দুই জনকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তাদের মৃত্যু হয়।”
রোহিঙ্গারা জানান, ক্যাম্পের নিয়ন্ত্রণ নিতে কিছু দিন ধরে আরসা ও আরএসও নামে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে আজ ভোরে গোলাগুলির ঘটনা ঘটে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত