রংপুরে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শনিবার (৮ জুলাই) দুপুরে পীরগঞ্জের বোর্ডের হাট এলাকায় নির্মাণাধীন মহাসড়কে এই দুর্ঘটনা হয়।
নিহতেরা হলেন- বাসযাত্রী আলামিন (৩৫), তাঁর স্ত্রী মিতালী বেগম এবং তাঁদের ছেলে মাহিন (৫)। নিহত তিনজনই পীরগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল আজিজুর রহমানের ছেলে, ছেলের স্ত্রী এবং নাতি।
পীরগঞ্জের বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজিবুর রহমান জানান, শনিবার দুপুরে রংপুর থেকে ছেড়ে আসা এনা পরিবহনের সাথে কুড়িগ্রামগামী অনিন্দ্য পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অনিন্দ্য পরিবহনটি ছিটকে গিয়ে আরেকটি ট্রাকে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাক রাস্তার পাশে পড়ে যায়।
মজিবুর রহমান বলেন, এতে ঘটনাস্থলেই মারা যান এনা পরিবহনের যাত্রী আলামিন এবং তাঁর ছেলে মাহিন। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিস আহত অন্তত ২৫ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আলামিনের স্ত্রী মিতালী বেগম।
মজিবুর রহমান আরও জানান, আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত