আজ ৮ জুলাই শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৭ জুলাই খুলনা বিভাগীয় দেশ বাঁচাও তারুণ্যের সমাবেশ অনুষ্ঠানের প্রস্তুতিমূলক সভা মাগুরা ইসলামপুরপাড়াস্থ বিএনপি অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সোহান, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা সুমন, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক মিন্টু বসু এবং জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রবিউল ইসলাম নয়নসহ স্থানীয় যুবদলের নেতৃবৃন্দ।
এর আগে কেন্দ্রীয় কমিটির নেতাদের স্বাগত জানানোর জন্য ওয়াপদা মোড়ে মাগুরা যুবদলের অসংখ্য নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে উপস্থিত হয় কিন্তু পথমধ্যে পুলিশের বাধার সম্মুখীন হন। মাগুরা জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় দেশকে স্বৈরাচার ও ফেসিবাদ মুক্ত করতে এবং ভোটার অধিকার ফিরে পেতে আগামী ১৭ জুলাই খুলনা বিভাগীয় দেশ বাঁচাও তারুণ্যের সমাবেশে যোগ দিতে দেশের তরুণদের প্রতি উদত্ত আহবান জানানো হয়।
পার্বত্যকন্ঠ নিউজ/এম এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত